প্রকাশিত: Sat, Dec 30, 2023 8:20 PM
আপডেট: Tue, Jul 1, 2025 9:44 PM

[১]থানচিতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান): [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

[৩] শনিবার দ্বিতীয় দিনে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিতে দেখা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায?িত্ব পালন করবেন বলে জানা গেছে। তবে থানচিতে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি ছাড়া অপর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের কোন প্রচার প্রচারণা এমনকি কোন পোস্টার দেখা যায়নি এখনো পর্যন্ত।

[৪] বিপুলসংখ্যক বিজিবি সদস্য গতকাল সন্ধ্যা থেকে থানচি উপজেলা সদর বিজিবি ক্যাম্পে অবস্থান করছেন। থানচি ৪ ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকে বিজিবি সদস্যগণ নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] তিনি সাংবাদিকদের আরো জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ওহ অরফ ঃড় ঃযব ঈরারষ চড়বিৎ এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশের নির্বাচনী এলাকার শান্তিশৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।